ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ এপ্রিল ২১ ১২:১৯:৫৩
শেয়ারবাজারে পতন

রবিবার (২১ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৫৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৭৭.০৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৭৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২২ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৪ কোটি ২৮ লাখ টাকার বা ৮.৪৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫ টি বা ১৯.০৮ শতাংশের। আর দর কমেছে ২৮৫ টি বা ৭২.৫২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৬৮ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৯.৪৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬১২৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে