ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় পতনের পরে সামান্য উত্থান

২০২৪ এপ্রিল ২২ ১৫:০৪:১৬
শেয়ারবাজারে বড় পতনের পরে সামান্য উত্থান

ঈদের পরে টানা ৫ কার্যদিবস শেয়ারবাজারে পতন হয়েছে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমে ২১০ পয়েন্ট। এরপরে সোমবার (২২ এপ্রিল) শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন সূচক বেড়েছে মাত্র ২১ পয়েন্ট।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭৫ পয়েন্টে। তবে এর আগের ৫ কার্যদিবসে ২১০ পয়েন্ট পতনের মাধ্যমে সূচকটি ৫৬৫৪ পয়েন্টে নেমে গিয়েছিল। যা ছিল বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

সোমবার ডিএসইতে ৫৭৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৮ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৯ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৪ টি বা ৫৬.৫৭ শতাংশের। আর দর কমেছে ১১২ টি বা ২৮.২৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬১৮৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৯.৪৮ পয়েন্ট কমে দাঁডিয়েছিল ১৬১২৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে