ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

যোগ্য বিনিয়োগকারীদের এমকে ফুটওয়্যারের শেয়ার বরাদ্দ

২০২৩ জুন ২০ ১০:৪৬:০৯
যোগ্য বিনিয়োগকারীদের এমকে ফুটওয়্যারের শেয়ার বরাদ্দ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যার পিএলসির শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এসব শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৯ জুন) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুণ বেশি। প্রতি ২ লাখ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীরা ৩৬১টি শেয়ার বরাদ্দ পায়।

উল্লেখ্য, এমকে ফুটওয়্যার পিএলসির সাবসক্রিপশন পিরিয়ড ছিল ১১ থেকে ১৫ জুন পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এমকে ফুটওয়্যার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব মো. রাকিব সাদীসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস এন্ড ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আব্দুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে