ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ এপ্রিল ৩০ ১৭:০৬:০৬
শেয়ারবাজারে উত্থান

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪৬.১৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ২৯ লাখ বা ২৫.৯৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টি বা ৩৬.৭০ শতাংশের। আর দর কমেছে ২০৪ টি বা ৫১.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৬৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২ টির, কমেছে ১২৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৫৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে