ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ মে ১২ ১৪:৫০:৫৫
শেয়ারবাজারে উত্থান

রবিবার (১২ মে ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৯.৭৩ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৯৮৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯১১ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৫১ লাখ বা ০.১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৬ টি বা ৫০.২৫ শতাংশের। আর দর কমেছে ১৫৯ টি বা ৪০.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.০১৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৪২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে