ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার

২০২৩ জুন ২১ ১০:৩৮:০৪
বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার

বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনারবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতে কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ জুন) পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন এবং অবগত করার লক্ষ্যে ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইন অব রাইট টু ইনফরমেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসির উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ট্রেনিং একাডেমিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রথম সেশন দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট এবং দ্বিতীয় সেশন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারটি উদ্বোধন করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এরপর বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তথ্য অধিকার আইনের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে তথ্যের উপযোগিতা এবং তথ্য প্রদান ও প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রেজেন্টেশন উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রথম সেশনের সমাপনী বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার এবং তার বক্তব্যের মাধ্যমে প্রথম সেশনের সমাপ্তি ঘটে। উক্ত প্রথম সেশনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর এজিএম ও তদুর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ডিএসইর ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে সেমিনারের দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল ৪ টায়। দ্বিতীয় সেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। তথ্য প্রাপ্তি একটি অধিকার উল্লেখ করে তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এরপর তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. আব্দুল হালিম। তিনি সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে উদ্যোগী হতে বলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে