ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় পতন

২০২৪ মে ১৪ ১৫:৪৯:১৪
শেয়ারবাজারে বড় পতন

মঙ্গলবার (১৪ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৯.৯৬ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৬৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩০৩ কোটি ৬৬ লাখ টাকার বা ৩১.৩৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১ টি বা ৭.৭৬ শতাংশের। আর দর কমেছে ৩৪৩ টি বা ৮৫.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৫ টি বা ৬.২৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭ টির, কমেছে ১৯৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.৯৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬১৬৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে