ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় পতন

২০২৪ মে ২৬ ১৫:৪৩:১৭
শেয়ারবাজারে বড় পতন

বুধবার (২৬ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৮.৭০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৮ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮৫ কোটি ২৫ লাখ টাকার বা ৩৬.৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১ টি বা ৮.১১ শতাংশের। আর দর কমেছে ৩২২ টি বা ৮৪.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৯ টি বা ৭.৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪ টির, কমেছে ১৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২৩২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে