ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে নামমাত্র উত্থান

২০২৪ জুন ০৩ ১৫:০৬:৪৪
শেয়ারবাজারে নামমাত্র  উত্থান

অবশেষে বৃহস্পতিবার (৩ জুন) এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৮.২৯ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৯ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ০৫ লাখ টাকার বা ১২.০৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৬.১৭ শতাংশের। আর দর কমেছে ১৫৭ টি বা ৪০.০৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৭৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৭৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২.৬৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫০০৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে