ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ জুন ০৬ ১৫:০৭:৫১
শেয়ারবাজারে উত্থান

অবশেষে বৃহস্পতিবার (৬ জুন) দেশের উভয় শেয়ারবাজারে উত্থানের দেখা মিলল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৩.১৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬১ কোটি ২৬ লাখ টাকার বা ৪২.২৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫২ টি বা ৩৭.৫৭ শতাংশের। আর দর কমেছে ১৬৬ টি বা ৪২.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৬ টি বা ১৯.২৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১০৩ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.০১ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৯৪৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে