ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ জুন ২৬ ১৫:২১:১৭
শেয়ারবাজারে উত্থান

বুধবার (২৬ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩০২.৭২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২১.৬৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৬০৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২৪ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫৬ লাখ টাকার বা ১৫.৩৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫১ টি বা ৬২.১২ শতাংশের। আর দর কমেছে ৮৯ টি বা ২২.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৫.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ৩৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭.৭৫ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৯২৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে