ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ জুন ২৭ ১৫:০৭:৫৩
শেয়ারবাজারে বড় উত্থান

বৃহস্পতিবার (২৭ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৫.৪১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬০.৮৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০৫ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০০ কোটি ৭১ লাখ টাকার বা ১৬.৬৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৬ টি বা ৬২.৩৪ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৪.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৩.৯৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহসাপতিবার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৬৯ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৬৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৫০৮৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে