ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান

২০২৪ জুলাই ০২ ১৪:৫০:৪৪
শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান

চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল বা প্রত্যাহার না করায় রবিবার (৩০ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমে। তবে সোমবার শেয়ারবাজার বন্ধ থাকার পরে মঙ্গলবারের লেনদেনে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এদিন শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেন তলানিতে নেমে এসেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭১২ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৭২ কোটি ৬ লাখ টাকার বা ৩৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৩ টি বা ৫৪.০৬ শতাংশের। আর দর কমেছে ১২৫ টি বা ৩১.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৭৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১১৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৫০৬৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে