ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার কোটি টাকা

২০২৪ জুলাই ০৬ ১০:৩৫:২৩
বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার কোটি টাকা

অনেক দিন ধরেই শেয়ারবাজার নেতিবাচক ছিল। তবে শেষ কয়েকদিন কিছুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিল। এরমধ্যে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জুলাই) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। যা সম্ভব হয়েছে সরকারি কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে, এমন খবরে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৩৮ কোটি ৮৩ লাখ টাকার বা ১২.০৯ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বা ২.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বা ২.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২০৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৯ টির বা ৮৩.৭১ শতাংশের, কমেছে ২৪ টির বা ৬.১০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির বা ১০.১৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৪ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৬৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭ টির দর বেড়েছে, ৬৩ টির দর কমেছে এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে