ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ জুলাই ১৮ ১৫:১৯:৪৩
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (১৮ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও সিএসইতে লেনদের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৪৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.৮২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৪ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯২ কোটি ৯০ লাখ টাকার বা ৩৪.১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮ টি বা ৯.৬ শতাংশের। আর দর কমেছে ৩১১ টি বা ৭৮.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৬৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫ টির, কমেছে ১৪২ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৪৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৫৬৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে