ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ জুলাই ২৫ ১৪:৩৪:২৩
শেয়ারবাজারে বড় উত্থান

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত শনিবার থেকে কারফিউ জারি রয়েছে। আর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারন ছুটি ছিল। এরপরে বুধবার (২৪ জুলাই) শেয়ারবাজারে লেনদেন চালু হওয়ার ১ম দিনেই মূল্যসূচকের বড় পতন হয়। আর লেনদেন নেমে আসে তলানিতে। তবে ১দিন পরেই বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৪ পয়েন্টে। যা কোটা সংস্কারকে কেন্দ্র করে সাধারন ছুটির ১ম কার্যদিবসে কমেছিল ৯৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৪৯৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১৫৯ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকার বা ২১২ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৬ টি বা ৭২.৯৬ শতাংশের। আর দর কমেছে ৬৬ টি বা ১৬.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১০.২০ শতাংশের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে