ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ জুলাই ২৮ ১৪:৪৬:২২
শেয়ারবাজারে পতন

রবিবার (২৮ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে লেনদেনের পরিমাণ কমলেও সিএসইতে লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৮৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬২.৬১ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৮৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৭ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮ কোটি ৯৬ লাখ টাকার বা ১.৮০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮ টি বা ২২.৪৪ শতাংশের। আর দর কমেছে ২৬১ টি বা ৬৬.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩ টি বা ১০.৯৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১১৭ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৩৮৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে