ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সিমটেক্সের বর্তমান পরিচালনা পর্ষদকেই বহাল রাখল সুপ্রীম কোর্ট

২০২৩ জুন ০৬ ১৯:৩০:৫৬
সিমটেক্সের বর্তমান পরিচালনা পর্ষদকেই বহাল রাখল সুপ্রীম কোর্ট

আদালতে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সাইদ আহম্মেদ রাজা ও শাহ মনজুর আহম্মেদ।

অপরদিকে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেন্জ কমিশনের পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন ও কমিশনের আইনজীবী এ এম মাসুম বিল্লাহ।

সিমটেক্স কতৃপক্ষ জানায়, দূর্নীতির দায়ে পদচ্যুত সিমটেক্সের বিদায়ী চেয়ারম্যান আনিসুর রহমানের ভিত্তিহীন মনগড়া অভিযোগের ভিত্তিতে কোনপ্রকার সুনিদৃষ্ট কারন ছাড়াই গত ২২শে মার্চ ২০২৩ একতরফাভাবেই সিমটেক্স এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির এই আদেশে কোম্পানীর নতুন চেয়ারম্যান কে হবে, তাও ঠিক করে দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে কোম্পানির পরিচালনা পর্ষদ ও বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সরোয়ার হোসেন দেশের সর্বোচ্চ আদালতে পৃথক দুটি রিট আবেদন করেন। রিট পিটিশন দুটি আদালত আমলে নিয়ে বিএসইসির পদক্ষেপকে স্থগিত ঘোষনা করে।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করে বিএসইসি। তাদের এই আপিল আবেদন চেম্বার আদালত হয়ে চুড়ান্ত নিষ্পত্তির জন্য গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উপস্থাপিত হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ দীর্ঘ শুনানী শেষে বিএসইসির আপিল আবেদন খারিজ করে হাইকোর্টকে সিমটেক্সের পক্ষে করা রিটটি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে