ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন বাড়ল ৫০ হাজার কোটি টাকা

২০২৪ আগস্ট ১০ ১১:০০:২৪
বাজার মূলধন বাড়ল ৫০ হাজার কোটি টাকা

গত সপ্তাহে (৪-৮ আগস্ট) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে৩৯ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা বা ৭.৭৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৯৪ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪৫ কোটি ২৫ লাখ টাকার বা ৩৯.৪৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯১ পয়েন্ট বা ১১.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১০ পয়েন্ট বা ৯.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৭৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৯ টির বা ৮৫.৩৯ শতাংশের, কমেছে ১১ টির বা ২.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির বা ১১.৮৪ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮০ পয়েন্ট বা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৮০০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৬ টির দর বেড়েছে ৫৮ টির দর কমেছে এবং ৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে