ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার কোটি টাকা

২০২৪ আগস্ট ১৭ ১২:১১:৩৭
বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার কোটি টাকা

গত সপ্তাহে (১১-১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। অপর বাজার সিএসইতে সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৫১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৯২ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ০৮ হাজার ৯৬৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫ হাজার ৫১ কোটি টাকা বা ০.৭২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৬ হাজার ৪১১ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৭১ কোটি ২৭ লাখ টাকার বা ৯২ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯০৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৬৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫ টির বা ২৬.৩৮ শতাংশের, কমেছে ১৫ টির বা ৩.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭৮ টির বা ৬৯.৮৪ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ২১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩২ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭০৩২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০ টির দর বেড়েছে, ১৬৪ টির দর কমেছে এবং ১০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে