ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ১৯ ১৪:৫৯:১৮
শেয়ারবাজারে পতন

সোমবার (১৯ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও সিএসইতে লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১২৫ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৮০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮০ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২৬ কোটি ২৬ লাখ টাকার বা ৬৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ৩০.০৫ শতাংশের। আর দর কমেছে ২৪৭টি বা ৬২.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৬০ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৬১৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে