ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ২০ ১৫:০৭:১৮
শেয়ারবাজারে পতন

মঙ্গলবার (২০ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে লেনদেনের পরিমাণ কমলেও সিএসইতে লেনদের পরিমাণ বেড়েছে।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭১৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০৭ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকার বা ৩৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪ টি বা ১৬.১২ শতাংশের। আর দর কমেছে ৩০১টি বা ৭৫.৮২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.০৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১৫৩ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৪৩০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে