ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ২১ ১৫:২২:০৮
শেয়ারবাজারে পতন

বুধবার (২১ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও সিএসইতে লেনদের পরিমাণ বেড়েছে।।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬০৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬০ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৩৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কেড়েছে ১৮ কোটি ২৩ লাখ টাকার বা ৩.৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১ টি বা ২.৭৯ শতাংশের। আর দর কমেছে ৩৭১টি বা ৯৪.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১২ টি বা ৩.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮ টির, কমেছে ১৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২০২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে