ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে নামমাত্র উত্থান

২০২৪ আগস্ট ২৫ ১৪:৫৮:২৮
শেয়ারবাজারে নামমাত্র উত্থান

রবিবার (২৫ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭০০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯৩ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৫৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২০ কোটি ৫২ লাখ টাকার বা ২৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪ টি বা ৩১ শতাংশের। আর দর কমেছে ২৪০ টি বা ৬০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৩০ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৩৯৬পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে