ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

নাফিজ সরাফাতের ফাঁসি চেয়ে বিক্ষোভ

২০২৪ আগস্ট ২৭ ১২:১২:০৮
নাফিজ সরাফাতের ফাঁসি চেয়ে বিক্ষোভ

লেখক মোস্তাক, গাজী সালাউদ্দিন ও জিয়াকেসহ অসংখ্য লোককে হত্যাকারি চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসি চেয়ে প্রতিবাদ ও মানবন্ধন করেছে পদ্মা ব্যাংক (সাবেক ফার্মার্স ব্যাংক) থেকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তাদের পুনর্বহালের এক দফা-এক দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানে পদ্মা ব্যাংকের অফিসের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন করেছে ব্যাংকটির চাকুরিচ্যুতরা।

এতে চাকুরিচ্যুতরা নাফিজ সরাফাতের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করে। যেখানে তারা, সাংবাদিক গুম, সাউথইস্ট ব্যাংক, বিভিন্ন কোম্পানি ও টেলিভিশন দখল, স্বৈরাচার এবং দূর্নীতিবাজ নাফিজ সরাফাতের সময় অন্যায়বাবে চাকুরিচ্যুতদের পূন:বহালের দাবি জানানো হয়েছে।

এছাড়া ব্যাংক খেকো, স্বৈরাচার ও দূর্নীতিবাজ নাফিজ সরাফাতের বিচার দাবি করা হয়েছে বিক্ষোভে। একইসঙ্গে পদ্মা ব্যাংকে এই দূর্নীতিবাজের আজ্ঞাবহ পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার দাবি জানানো হয়েছে।

নাফিজ সরাফাতকে পদ্মা ব্যাংক ও লুটপাটের প্রধান কারিগর হিসেবে দাবি করা হয়েছে বিক্ষোভে। যিনি কানাডা বেগমপাড়া তৈরীর মূলহোতা। যাকে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছে চাকুরিচ্যুতরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে