ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ২৭ ১৪:৫৯:৪৭
শেয়ারবাজারে পতন

মঙ্গলবার (২৭ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৮৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ০.৬৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৭৫০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৫৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৯২ কোটি ২১ লাখ টাকার বা ৩৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১ টি বা ৩৩.১৬ শতাংশের। আর দর কমেছে ২৩১টি বা ৫৮.৪৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২২২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১৫১ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২৬৯পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে