ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

আধিপত্য ‘বি’ ক্যাটাগরির, নেতৃত্বে লোকসানি প্রতিষ্ঠান

২০২৩ জুলাই ০৮ ১২:০০:২০
আধিপত্য ‘বি’ ক্যাটাগরির, নেতৃত্বে লোকসানি প্রতিষ্ঠান

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৯টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। আর লোকসানে থাকা কোম্পানিগুলো এ তালিকার নেতৃত্বে ছিল।

জানা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৩৮ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া খান ব্রাদার্স গত তিন বছর ধরে লোকসানে রয়েছে। সর্বশেষ হিসাববছরে (২০২২ সাল) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা। এর আগের দুই বছর (২০২১ ও ২০২২০) যথাক্রমে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৫ পয়সা ও ০৯ পয়সা করে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডও সর্বশেষ হিসাববছরে লোকসানে ছিল। এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৯ পয়সা করে। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৩৬ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দরবৃদ্ধি তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড ২০২২ সালে বড় লোকসান দিয়েছে। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আর গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ১৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- দ্য ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, রুপালী ব্যাংক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং ইউনিয়ন ক্যাপিটাল। এ কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র রুপালী লাইফ ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান। আর বাকি কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিভুক্ত।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে