ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ আগস্ট ২৯ ১৪:৫৩:৪০
শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮০৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭১ পয়েন্ট।

বৃহস্পতিধবার ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৯৮ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৬১ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৮ টি বা ৭৫.০৬ শতাংশের। আর দর কমেছে ৬৭ টি বা ১৬.৮৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.০৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২ টির, কমেছে ৭০ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৫২৫পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে