ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ৬ হাজার ৭৫০ কোটি টাকা

২০২৪ আগস্ট ৩১ ১১:১৫:০৩
বিনিয়োগকারীরা ফিরে পেল ৬ হাজার ৭৫০ কোটি টাকা

গত সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। অপর বাজার সিএসইতে সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি টাকা বা ০.৯৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ১৩ লাখ টাকার বা ২ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৪১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৩ টির বা ৭৩.৮০ শতাংশের, কমেছে ৮৬ টির বা ২১.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির বা ৪.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ১৫ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৫২০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৮ টির দর বেড়েছে, ১৩৩ টির দর কমেছে এবং ১৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে