ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রিং সাইনের লভ্যাংশ বাতিল

২০২৩ জুলাই ০৯ ১০:২৬:২২
রিং সাইনের লভ্যাংশ বাতিল

স্টক সংবাদ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইলের ২০১৯-২০ অর্থবছরের জন্য ঘোষিত ১% নগদ ও ১% বোনাস শেয়ার লভ্যাংশ বাতিল করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পর্ষদ ২০২০ সালের ২৯ অক্টোবর ১% নগদ ও ১% বোনাস লভ্যাংশ ঘোষনা করেছিল। কিন্তু গত ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) জানানো হয়, ওই অর্থবছরে কোম্পানির লোকসান হয়েছিল। এই অবস্থায় কোম্পানির পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা এজিএমে অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিং সাইনের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে ৭৮.৬৮ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। শনিবার (০৮ জুলাই) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে