ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

এমারেল্ড অয়েলে কোটি কোটি টাকার ভূয়া সম্পত্তি

২০২৩ জুলাই ০৯ ১১:০০:২৭
এমারেল্ড অয়েলে কোটি কোটি টাকার ভূয়া সম্পত্তি

স্টক সংবাদ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে কোটি কোটি টাকার ভূয়া সম্পত্তি দেখানো হয়েছে। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবে রিটেইন ডাউন ভ্যালু বা অবচয় শেষে ৪৮ কোটি ৭৩ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। কিন্তু স্থায়ী সম্পদের রেজিস্টার না থাকায় ওই দেখানো সম্পদের আসলেই অস্তিত্ব আছে কিনা, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

কোম্পানিটির স্থায়ী সম্পদের প্রকৃত বাজার মূল্য জানতে আন্তর্জাতিক হিসাব মান-১৬ অনুযায়ি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদ পূণ:মূল্যায়ন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই কোম্পানি কর্তৃপক্ষ ৭ কোটি ৪ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে। কিন্তু ওই মজুদ পণ্যের বিষয়ে যথাযথ প্রমাণাদি দেখাতে পারেনি এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৯ কোটি ৭১ লাখ টাকা। এরমধ্যে ৬১.৭৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। শনিবার (০৮ জুলাই) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬৫.২০ টাকায়।

কোম্পানিটির আরও বিভিন্ন অসংঙ্গতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে