ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১৫০ কোটি টাকা

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১১:১০:১৫
বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১৫০ কোটি টাকা

গত সপ্তাহে (১-৫ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১.০২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯৯৪ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮২৩ কোটি ৮৮ লাখ টাকার বা ২৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭২৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২২৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬ টির বা ১৯.২৪ শতাংশের, কমেছে ৩১১ টির বা ৭৮.৭৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির বা ২.০২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬৩৭৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১ টির দর বেড়েছে ২২১ টির দর কমেছে এবং ১২ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে