ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

২০২৩ জুলাই ০৯ ১৫:৩৬:৫৬
ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩৯ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ১ পয়েন্ট। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২১৮৯ পয়েন্টে ও ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৮ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৫টি বা ২৫.১৩ শতাংশের। আর দর কমেছে ১০৫টি বা ২৭.৭৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৮টি বা ৪৭.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ৯২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৩১ পয়েন্টে।

এর আগে বৃহস্পতিবার সিএসইতে ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে