ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৫:১২:৫২
শেয়ারবাজারে পতন

রবিবার (৮ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ কমেছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৭৯ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭৪ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৯১ লাখ টাকার বা ০.৫৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪ টি বা ১৬.১২ শতাংশের। আর দর কমেছে ২৮৯ টি বা ৭২.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫ টির, কমেছে ১৪৩ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২৩৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে