ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ইনভেস্টএশিয়া ক্যাপিটাল নিয়ে তদন্ত কমিটি গঠন

২০২৪ সেপ্টেম্বর ০৯ ২০:৪৪:৪৬
ইনভেস্টএশিয়া ক্যাপিটাল নিয়ে তদন্ত কমিটি গঠন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস নিয়ে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মাহমুদুল হক সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ পরিচালক মো: রফিকুন্নবি ও সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ। এ কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্তের আদেশে বলা হয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড ও ইনভেস্টএশিয়া ব্যালেন্সড ইউনিট ফান্ড নামের দুটি ফান্ড পরিচালনা করে। ওই সব টাকা বিনিয়োগে কোন অনিয়ম হয়েছে কিনা, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে কিনা, অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কোন নিয়ম বর্হিভূত কর্মকাণ্ডে জড়িত কিনা এবং অডিটর, ট্রাস্টি ও কাস্টডিয়ানের ভূমিকা নিয়ে প্রতিবেদন নিয়ে জমা দেবে তদন্ত কমিটি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে