ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

এমারেল্ডে মিনোরি বাংলাদেশ এর বিনিয়োগে অনিয়ম

২০২৩ জুলাই ১০ ০৮:৫৮:২৪
এমারেল্ডে মিনোরি বাংলাদেশ এর বিনিয়োগে অনিয়ম

স্টক সংবাদ প্রতিবেদক :শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে মিনোরি বাংলাদেশ এর বিনিয়োগ নিয়ে অনিয়ম খুজেঁ পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

মিনোরি বাংলাদেশ শেয়ার মানি ডিপোজিট হিসেবে এমারেল্ডে ২৩ কোটি ২৭ লাখ টাকা বিনিয়োগ করেছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই টাকা প্রদানের সত্যতা নিশ্চিত হতে গিয়ে নিরীক্ষক দেখেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ি কোন অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা করা হয়নি। এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে জানিয়েছেন, আগের ম্যানেজমেন্টের জটিলতার কারনে ব্যাংক সহযোগিতা না করায় বিএসইসির নির্দেশনা অনুযায়ি পৃথক ব্যাংক হিসাবে টাকা জমা করা সম্ভব হয়নি।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে নগদ ও ব্যাংক হিসাবে ১ কোটি ২ লাখ টাকা দেখিয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে নিরীক্ষক কোম্পানির হিসাব রক্ষণাবেক্ষণ করা ব্যাংকগুলোতে চিঠি দিলে মাত্র ১২ লাখ টাকার তথ্য পেয়েছেন। আর যমুনা ব্যাংকের শেরপুর শাখা থেকে হিসাবের তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন....এমারেল্ড অয়েলে কোটি কোটি টাকার ভূয়া সম্পত্তি

এই কোম্পানি কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে ডেফার্ড ট্যাক্স দায় হিসাবে ৬ কোটি ৫১ লাখ টাকা ও ডেফার্ড ট্যাক্স ব্যয় হিসেবে ১ লাখ টাকা দেখিয়েছে। তবে সাম্প্রতিক ট্যাক্স অ্যাসেসমেন্ট আদেশ এর অভাবে কোম্পানির ওই ডেফার্ড ট্যাক্স দায় ও ব্যয়ের বিষয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

এমারেল্ড অয়েলের ১৩০ কোটি টাকার বেশি দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে সুদজনিত কোন ব্যয় দেখায়নি। যা দেখানো হলে কোম্পানির লোকসান ও ঋণজনিত দায় বৃদ্ধি পেত বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৯ কোটি ৭১ লাখ টাকা। এরমধ্যে ৬১.৭৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। শনিবার (০৮ জুলাই) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬৫.২০ টাকায়।

কোম্পানিটির আরও বিভিন্ন অসংঙ্গতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে