ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৪:৪৮:৩৮
শেয়ারবাজারে উত্থান

বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮১ কোটি ৩১ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩ টি বা ২৮.৫৩ শতাংশের। আর দর কমেছে ২২৪ টি বা ৫৬.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৪.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১৩২ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬১২৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে