ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৫:০৪:০৬
শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ১১ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৭.৭৮ শতাংশের। আর দর কমেছে ১৯১ টি বা ৪৮.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.১০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬১৯২পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে