ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৫:০৮:৩৬
শেয়ারবাজারে পতন

রবিবার (২২ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৩৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪১ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮০ কোটি ৯৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৯ টি বা ২৭.২৫ শতাংশের। আর দর কমেছে ২৩৩ টি বা ৫৮.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১০৬ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬১৮৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে