ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৪:৪৭:৩৫
শেয়ারবাজারে উত্থান

সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ০.৩০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩০৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৬৯ কোটি ৫৯ লাখ টাকার বা ৫৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৫ টি বা ৩৯.০৪ শতাংশের। আর দর কমেছে ১৭৫ টি বা ৪৪.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৮৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৩৫ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬১৯৫পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে