ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ট্রলিং-কে পাত্তা দিচ্ছেন না আলিয়া ভাট

২০২৩ জুলাই ১০ ১২:০৩:২৭
ট্রলিং-কে পাত্তা দিচ্ছেন না আলিয়া ভাট

স্টক সংবাদ ডেস্ক :রুপালি পর্দায় এবার বাঙালি কন্যা হয়ে দেখা দেবেন মুম্বাইয়ের আলিয়া ভাট। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ‘রানী চট্টোপাধ্যায়’। কিছুদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। একদিকে রানি রূপে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন আলিয়া, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর নানা সমালোচনাও করছেন।

এটা ঠিক, নেট–দুনিয়ায় নানাভাবেই ট্রলের শিকার হন নায়িকারা। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘ট্রলিংয়ে আমার কিছু যায় আসে না। অনেকের অনেক কথা আমায় শুনতে হয়। এমনকি আমাকে “জোকার” বললেও আমি পাত্তা দিই না। আমি শুধু আমার কাজের প্রতি নিবেদিত। আমি আমার কাজ নিয়ে সচেতন থাকি। আর এ জন্য আমি ভালো পারিশ্রমিক আশা করি।’

আলিয়া তাঁর জীবনের সাফল্যের মন্ত্র সম্পর্কে বলেছেন, ‘আমার শুধু একটাই মন্ত্র, কঠিন পরিশ্রম করে যাও।

আলিয়ার ভাষায়, ‘আমরা কখনো আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করতে পারি না। জীবনই তার নিজের পরিকল্পনা করে নেয়। আর আমাদের শ্রম, মেধা দিয়ে শুধু সেই পথকে অনুসরণ করতে হয়। তবে আমি সব সময় চাই আমার জীবন নিয়ে আমার হৃদয়ই সিদ্ধান্ত নিক। মনের ডাকে আমি এগিয়ে যাই।’

বড় পর্দায় আলিয়াকে শেষ ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গেছে। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে তিনি রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন। যেখানে তাঁকে শিক্ষিত, বুদ্ধিমতী নারী হিসেবে দেখানো হয়েছে। রানির মা–বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে রণবীর সিং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য এক পাঞ্জাবি তরুণ। ছবির ট্রেলারের শেষ দিকে আলিয়াকে স্পষ্ট বাংলায় বলতে শোনা গেছে ‘খেলা হবে’। সংলাপটি নিয়ে দুই বাংলায় বেশ আলোচনাও হয়েছে। ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে