ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৪:৫৭:৫২
শেয়ারবাজারে পতন

বুধবার (২৫ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৩৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮ টি বা ৭.০৫ শতাংশের। আর দর কমেছে ৩৫৫ টি বা ৮৯.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৪ টি বা ৩.৫২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৯০ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬০০১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে