ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ অক্টোবর ০৬ ১৬:০৬:৫৩
শেয়ারবাজারে পতন

রবিবার (৬ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৬৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৫কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫২ কোটি ৬৩ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮০ টি বা ৪৫.৯১ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৩৯.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.২৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫১৬৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে