ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

২০২৩ জুলাই ১০ ১৫:১১:২৪
শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টক সংবাদ প্রতিবেদক :সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (১০ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক কমেছে। তবে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩২৫ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৪ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২১৯১ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টি বা ৯.৮৪ শতাংশের। আর দর কমেছে ১৬০টি বা ৪২.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৯টি বা ৪৭.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২৭ কোটি ৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৭৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭০৩ পয়েন্টে।

এর আগে রবিবার সিএসইতে ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে