ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি টাকা

২০২৪ অক্টোবর ১২ ১০:২২:৪৭
বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি টাকা

গত সপ্তাহে (৬-৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক এবং লেনদেন উভয়ই কমেছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৩০১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৩১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২ হাজার ৩০১ কোটি টাকা বা ০.৩৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৬৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার বা ৩১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪২২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১১ টির বা ৫৩.৪১ শতাংশের, কমেছে ১৪৬ টির বা ৩৬.৯৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির বা ৯.৬২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫১৩৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪ টির দর বেড়েছে ১৫৪ টির দর কমেছে এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে