ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

২০২৩ জুলাই ১০ ১৭:৫০:৫৫
দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

স্টক সংবাদ প্রতিবেদক : সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭টি বা ৯.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এরমধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ছিল ১২ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩.২০ টাকায়। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা শেয়ার টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- কেয়া কসমেটিকসের ৬.০৬ শতাংশ, সী পার্লের ৫.৭৪ শতাংশ, লীগ্যাছি ফুটওয়্যারের ৫.০৭ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৮৯ শতাংশ, ফাঁস ফাইন্যান্সের ৩.৫১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৩৩ শতাংশ, সিলকো ফার্মার ২.৯০ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ২.৮৪ শতাংশ ও ফার কেমিক্যালের ২.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে