ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ অক্টোবর ১৬ ১৬:২০:১৭
শেয়ারবাজারে পতন

বুধবার (১৬ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৪৯ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ১১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৮ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২০২ কোটি ৬২ লাখ টাকার বা ৬৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৪ টি বা ২৭.০১ শতাংশের। আর দর কমেছে ১৯৫ টি বা ৫০.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৬ টি বা ২২.৩৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮ টির, কমেছে ১৪২ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৯৭২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে