ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

 ২৪ কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা

২০২৪ অক্টোবর ২০ ১৪:২৭:৩৪
 ২৪ কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানি কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, মীর আখতার, এমজেএল বিডি, জাহিন স্পিনিং, আমান ফিড, আমান কটন ফাইবার্স, হাক্কানী পাল্প, সোনার গাঁও টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপ, বিবিএস ক্যাবলস, ফার কেমিক্যাল, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, মোজাফ্ফর হোসেন স্পিনিং, দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লিগ্যাছি ফুটওয়্যার, জেমিনী সী, ফরচুন সুজ,আরডি আরডি ফুড, মতিন স্পিনিং ও শ্যামপুর সুগার মিলস।

এরধ্যে আগামী ২৪ অক্টোবর ফার কেমিক্যালের, ২৬ অক্টোবর আজিজ পাইপ, মীর আখতার, আমান ফিড, আমান কটন ফাইবার্স, হাক্কানী পাল্প, সোনার গাঁও টেক্সটাইল, বিবিএস ক্যাবলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ২৭ অক্টোবর এমজেএল বিডি, জাহিন স্পিনিং, দুলামিয়া কটন ও শ্যামপুর সুগার মিলস, ২৮ অক্টোবর আরডি ফুড, মতিন স্পিনিং, জেমিনী সী, ফরচুন সুজ, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, মোজাফ্ফর হোসেন স্পিনিং, দেশ গার্মেন্টস ও লিগ্যাছি ফুটওয়্যারের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ২০২৩-২৪ অর্থ বছরের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে