ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

 শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ অক্টোবর ৩০ ১৫:০৯:৪৭
 শেয়ারবাজারে বড় উত্থান

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যাওয়ার খবরে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন দুপুর ৩টায় তার বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৬৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১১৯ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭৩ লাখ টাকার বা ৫০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭৩ টি বা ৯৩.৯৫ শতাংশের। আর দর কমেছে ১৫ টি বা ৩.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯ টি বা ২.২৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ২৯ টির এবং পরিবর্তন হয়নি ১৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩০ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৩৪৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে