ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ অক্টোবর ৩১ ১৫:০৭:৫৫
শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৯পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৪৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৯ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৭ কোটি টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১২ টি বা ৫৩.৪০ শতাংশের। আর দর কমেছে ১৫১ টি বা ৩৮.০৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৪৪২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে